শনিবার (২৮ জুন) দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেন
প্রকাশিত : ২৯ জুন ২০২৫, ১২:৫৫:১০
কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক নারীর (২৫) উপর সংঘটিত ধর্ষণ ও তা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
শনিবার (২৮ জুন) দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেন, “মুরাদনগরে আওয়ামী সন্ত্রাসীদের যারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, পুনর্বাসন ও ক্ষমতায়নের মাধ্যমে সাধারণ মানুষের ওপর অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি ও ধর্ষণের উদ্দেশ্যে তাদের ছেড়ে দিয়েছেন। আজকের ভয়াবহ পরিস্থিতির জন্য তারাই দায়ী।”
তিনি আরও উল্লেখ করেন,
এর আগেও একজন চাঁদাবাজকে হাতেনাতে ধরার পর, তাকে ছিনিয়ে নিতে থানায় হামলা-ভাঙচুর চালায় এক মাফিয়া বাহিনী।
আসিফ মাহমুদ বলেন, “আমি আজ লজ্জিত। এলাকার সাধারণ মানুষ বলেন, গণ-অভ্যুত্থানে দেশ মুক্ত হলেও মুরাদনগর এখনও বড় মাফিয়াদের দখলে।” তবে স্থানীয় প্রশাসন অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে বলেও জানান উপদেষ্টা আসিফ। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “মূল মাফিয়াদের লাগাম না টানলে সামনে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।”
“মুরাদনগরে যে নৃশংস ধর্ষণের ঘটনা ঘটেছে, সেটি সমাজের জন্য এক কলঙ্কজনক ঘটনা। এই ঘটনার পেছনে যারা রয়েছে, বিশেষ করে যারা আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে সাধারণ মানুষকে নির্যাতনের সুযোগ করে দিচ্ছে, তারা সম্পূর্ণরূপে দায়ী।
আমাদের সমাজে যদি কেউ এই ধরনের বর্বরোচিত অপরাধের সঙ্গে জড়িত থাকে, তাদের ছাড় দেওয়া হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। আমার দাবি, প্রশাসন দ্রুত ও কঠোর ব্যবস্থা নিয়ে মুরাদনগর থেকে মাফিয়া ও সন্ত্রাসীদের নির্মূল করুক।
আমি এলাকাবাসীকে আহ্বান জানাচ্ছি আপনাদের অধিকার আদায়ে এবং নিরাপত্তা প্রতিষ্ঠায় সচেতন থাকুন, আর যারা অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত তাদের বিরুদ্ধে সোচ্চার হোন। আমাদের এই সংগ্রাম হতে হবে শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় ও অবিচল।
সবাইকে ধন্যবাদ।”