জুলাই-অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার গঠন ও শহিদ আবু সাঈদকে কেন্দ্র করে দিবস নির্ধারণ
প্রকাশিত : ২৬ জুন ২০২৫, ৩:৩১:৫০
জুলাই-অভ্যুত্থান কেন্দ্রিক তিন দিবস ঘোষণা, ৩৬ দিনের কর্মসূচিতে জাতীয় কমিটি
ঢাকা, ২৫ জুন অন্তর্বর্তীকালীন সরকার ‘জুলাই গণ-অভ্যুত্থান’ কেন্দ্র করে তিনটি দিবস উদযাপনের ঘোষণা দিয়েছে। এ উপলক্ষে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে, যার তত্ত্বাবধানে থাকবে ৩৬ সদস্যের একটি জাতীয় কমিটি।
মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে জানানো হয়, ৫ আগস্ট যেদিন ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতিত হয় তাকে “জুলাই গণ–অভ্যুত্থান দিবস” হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া, অন্তর্বর্তী সরকারের গঠনদিনকে “নতুন বাংলাদেশ দিবস”, এবং রংপুরে আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের স্মরণে ১৬ জুলাইকে “শহিদ আবু সাঈদ দিবস” হিসেবে ঘোষণা করা হয়েছে।
৩৬ দিনের কর্মসূচি শুরু হবে ১ জুলাই, যেখানে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনার আয়োজন থাকবে।
এই কর্মসূচি বাস্তবায়নে গঠিত ৩৬ সদস্যের জাতীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সহ-সভাপতির দায়িত্বে আছেন মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক ই আজম, আর সমন্বয়কের দায়িত্ব পালন করবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
কমিটিতে প্রায় সব মন্ত্রণালয়ের উপদেষ্টা ছাড়াও যুক্ত হয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যবৃন্দ, উচ্চপদস্থ আমলা ও তিন বাহিনীর প্রধানরা। সরকার আশা করছে, এই কর্মসূচি গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠবে।