 
                            প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২৫, ৭:৩৯:৩৬
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক শোকবার্তায় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সবার প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
তারেক রহমান বলেন, ‘ঢাকায় বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে আমি গভীরভাবে উদ্বিগ্ন। যারা এই দুর্ঘটনায় আক্রান্ত হয়েছেন, তাদের প্রতি আমার আন্তরিক সহমর্মিতা রইল। আমি আশা করি সবাই নিরাপদে আছেন।’
তিনি অগ্নিনির্বাপণ, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থার সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা দ্রুত ও সাহসিকতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছেন। তারেক রহমান বলেন, ‘ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী ও অন্যান্য সংস্থার সদস্যরা যে দ্রুত ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন, তা সত্যিই প্রশংসনীয় এবং জনসেবার প্রতি তাদের অঙ্গীকারের প্রমাণ।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে দেশে অগ্নিকাণ্ডের ঘটনাগুলোর উদ্বেগজনক বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। চট্টগ্রামে কারখানায় ও মিরপুরের পোশাক কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত প্রয়োজন। এর মাধ্যমে কারণগুলো চিহ্নিত করে ভবিষ্যতে জননিরাপত্তা জোরদারে কার্যকর ব্যবস্থা নিতে হবে।’
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আজ শনিবার (১৮ অক্টোবর) আনুমানিক দুপুর সোয়া ২টার দিকে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস, বিমানবাহিনী, র্যাব, বিজিবি সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। বর্তমানে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্থগিত রয়েছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৬টি ইউনিট কাজ করছে। এ ছাড়া বিমানবন্দর বাহিনীর ফায়ার ইউনিট, ঢাকা ওয়াসার গাড়িও দেখা যায়।