 
                            প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৫, ১:২০:৪৯
ওয়ার্ল্ড ফুড ফোরামের একটি অনুষ্ঠানে যোগ দিতে ইতালির রোম সফরে রয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আর এ সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। এরই মধ্যে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন রোমের মেয়র রবার্তো গুয়ালটিয়েরি। এই সাক্ষাৎ ঘিরে আলাদা করে উঠেছে নানান প্রশ্ন।
সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েরও প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন—আরেকটি দেশের শহরের মেয়রের অফিসে গিয়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ করার গ্রহণযোগ্যতা বা যৌক্তিকতা আছে কিনা?
মঙ্গলবার ফেসবুকে এই সাক্ষাতের ছবি পোস্ট করে জুলকারনাইন সায়ের লেখেন, ‘প্রশ্ন হলো, কে কার সঙ্গে সাক্ষাৎ করলেন এবং কোথায় করলেন? বাংলাদেশের সরকারপ্রধান, ইতালির রোম শহরের মেয়র সাহেবের অফিসে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন? নাকি ইতালির রোম নগরীর মেয়র, বাংলাদেশের সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে তার হোটেল রুমে গেল?’
সায়েরের প্রশ্ন, ‘প্রটোকল কী বলে? একটি দেশের সরকারপ্রধান, তিনি সফর করছেন এমন আরেকটি দেশের শহরের মেয়রের অফিসে গিয়ে। তার সঙ্গে সাক্ষাৎ করা কি গ্রহণযোগ্য বা যৌক্তিক?’
এদিকে রোম সফর ঘিরে সমালোচনার মধ্যেই প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, উদ্বোধনী এই অনুষ্ঠানে মূল বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা।
এবারের অনুষ্ঠানটি ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে অনুষ্ঠিত হচ্ছে। ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এর আগে গত সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। এবার ফের রোম সফরে তিনি। মাত্র ১৪ মাসে কমপক্ষে ১৪ বার প্রধান উপদেষ্টার বিদেশ সফর নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।
কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি ইতালি ও বাংলাদেশের দ্বিপক্ষীয় কোনো সফর নয়। ইতালির সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধানের সঙ্গেও বাংলাদেশের সরকারপ্রধানের কোনো বৈঠকের তথ্য নেই।
এই ফোরামের ওয়েবসাইট থেকে জানা যায়, যুবশক্তি, বিজ্ঞান ও উদ্ভাবন এবং বিনিয়োগের মাধ্যমে কৃষিখাদ্য ব্যবস্থাকে রূপান্তরের জন্য পদক্ষেপ নেয় ওয়ার্ল্ড ফুড ফোরাম। ফোরামের এ অনুষ্ঠানের আয়োজন শুরু হয় ২০২১ সাল থেকে।