ঢাবি ক্যাম্পাসে নিশ্ছিদ্র নিরাপত্তা, মোতায়েন থাকছে ২ হাজার ৯৬ জন পুলিশসহ বিশেষায়িত টিম
প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪:৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিয়ে কোনও শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ডিএমপির অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার জানান, নির্বাচনের দিন (৯ সেপ্টেম্বর) ২ হাজার ৯৬ জন পুলিশ সদস্যের পাশাপাশি ডগ স্কোয়াড, সোয়াট টিম, বিশেষায়িত ইউনিট ও সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ দায়িত্ব পালন করবে। ইতোমধ্যে ক্যাম্পাসে আটটি চেকপোস্ট চালু করা হয়েছে। এছাড়া মোবাইল পেট্রোল, বোম এক্সপোজাল ইউনিট, সিসিটিভি মনিটরিং সেল ও স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স কাজ করবে।
তিনি আরও বলেন,
ডাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় কোনও ঝুঁকি নেই। আশা করছি বড় কোনও ঘটনা ঘটবে না। প্রয়োজনে নিরাপত্তা বাড়ানো হবে এবং ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ব্যবস্থা বহাল থাকবে।
নির্বাচন সুষ্ঠু রাখতে বিশেষ নির্দেশনা দিয়ে তিনি জানান, আজ রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত লাইসেন্সধারী ব্যক্তিরাও অস্ত্র বহন করতে পারবেন না। ভোটার ও সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন,
আইন নিজের হাতে তুলে নেবেন না। অবাঞ্ছিত কেউ ঢুকলে পুলিশে সোপর্দ করুন।
জাল আইডি কার্ড তৈরির তথ্য পাওয়ার কথা উল্লেখ করে কমিশনার জানান, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি সাইবার বুলিং রোধে ডিএমপি কাজ করছে বলেও তিনি জানান।