কুড়িল বিশ্বরোডে বেতন দাবিতে সড়ক অবরোধ করেছেন ‘ইউরোজোন ফ্যাশন’ কারখানার কর্মীরা
প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ৩:১৮:৩৬
বেতন ভাতার দাবিতে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় সড়ক অবরোধ করেছেন ‘ইউরোজোন ফ্যাশন’ নামে এক পোশাক কারখানার প্রায় ৫০০ কর্মী। এর ফলে কুড়িল থেকে বাড্ডার দিকে এবং বাড্ডা থেকে কুড়িলের দিকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে গুলশান ট্রাফিক বিভাগ। যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প রুটে ডাইভারশন করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
বিকল্প রুটের তথ্য
উত্তরা ও এয়ারপোর্টের দিক থেকে আসা যানবাহন রাজধানীর খিলখেত থেকে কুড়িল ফ্লাইওভার ব্যবহার না করে নিচ দিয়ে মহাখালী-বনানীর দিকে যেতে পারবে।
রামপুরার দিক থেকে কুড়িলের দিকে যানবাহনগুলো বাড্ডা লিংক রোড হয়ে গুলশান-১ ও গুলশান-২ হয়ে উত্তরের দিকে যাওয়া যাবে।
এছাড়া রামপুরার দিকে যেতে চাইলে নতুন বাজার হয়ে গুলশান-২ ব্যবহার করে উত্তরের দিকে যাওয়া যাবে।
যারা রামপুরার দিকে যাবেন, তারা কুরাতলী হয়ে মহাখালী, কাকলী বা আমতলী/তেজগাঁও রুটেও যেতে পারবেন।