অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য সুষ্ঠু নির্বাচন আয়োজন, শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা পালনের আশ্বাস
 
                            প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ৫:২৮:০৩
জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন,
এ নির্বাচন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। প্রধান উপদেষ্টার প্রত্যাশা, উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) যমুনায় সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
প্রেস সচিব বলেন, যারা জীবনে ভোট দিতে পারেননি বা তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, এবার তাদের ভালো অভিজ্ঞতা দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে না দেওয়ার চেষ্টা হতে পারে, এজন্য সতর্ক থাকতে হবে।
তিনি আরও জানান, এবারের নির্বাচন হবে দেশের সব রাজনৈতিক দলের নির্বাচন ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণের নির্বাচন। সবাই যেন পরিবার-পরিজন নিয়ে ভোট দিতে পারেন এবং আজীবন স্মৃতি হয়ে থাকে এমনটাই চান প্রধান উপদেষ্টা।
দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন,
গণ্ডগোল তৈরির চেষ্টা হতে পারে, তবে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালিত হবে।
বৈঠক শেষে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সহধর্মিনী মারিয়া আক্তার, সাধারণ সম্পাদক রাশেদ খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। নুরের সুচিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর নির্দেশ দেন তিনি।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলাম অংশ নেয়।