হল প্রশাসনের কঠোর পদক্ষেপ, শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও সমালোচনা
প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৫, ১১:৪৮:৩০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলে রুমমেটকে ছুরিকাঘাত করার অভিযোগে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। আহত রবিউল হক ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। হল প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম তাৎক্ষণিকভাবে বহিষ্কারের ঘোষণা দেন। তিনি জানিয়েছেন, এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য জালাল আহমদকে হল থেকে বহিষ্কার করা হয়েছে এবং ছাত্রত্ব বাতিলের ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে চলমান বাগবিতণ্ডার জেরে জালাল আহমেদ রবিউল হককে ছুরিকাঘাত করেছেন। আহত রবিউল বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। তিনি জানান, রাত সাড়ে ১২টার দিকে জালাল কক্ষে এসে লাইট জ্বালিয়ে শব্দ করতে থাকায় তার ঘুম ভেঙে যায়। প্রতিবাদ করলে জালাল রেগে গিয়ে তাকে আঘাত করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জালাল আহমদকে পুলিশে সোপর্দ করেছে। প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, এই ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং আসন্ন ডাকসু নির্বাচনে ঘটনার কোনো প্রভাব পড়বে না। এছাড়া, জালাল আহমদের বিরুদ্ধে আগের একাধিক অভিযোগও খতিয়ে দেখা হবে।
এই ঘটনায় হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রভোস্টের পদত্যাগের দাবি জানিয়েছেন অনেক শিক্ষার্থী। প্রক্টর জানান, শিক্ষার্থীরা যদি তাদের দাবিদাওয়া উপাচার্যের সঙ্গে পদ্ধতিগতভাবে জানান, তখন ব্যবস্থা নেওয়া হবে।