দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা, টানা কর্মসূচিতে অচলাবস্থা সৃষ্টি আশপাশের এলাকায়
 
                            প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৫, ৫:১৪:৩৬
বুয়েট শিক্ষার্থী রোকনুজ্জামানকে হত্যার হুমকির বিচারসহ তিন দফা দাবিতে আজ বুধবার সকাল ১০টা থেকে শাহবাগে আবারও অবস্থান কর্মসূচি শুরু করেছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ আন্দোলনে সারা দেশের সব প্রকৌশল এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে শাহবাগ থেকে ব্লকেড কর্মসূচি শেষ করার সময় প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু জানান, এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি আদায়ে শেষ পর্যন্ত দৃঢ় থাকবে। এর আগে মঙ্গলবার দুপুরের পর প্রায় পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করে রাখেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে রাতে তারা ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়েন।
১. ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড (সহকারী প্রকৌশলী বা সমমান পদ): সবার জন্য নিয়োগ পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বিএসসি ডিগ্রি হতে হবে। কোটার মাধ্যমে বা নতুন সমমানের পদ তৈরি করে কাউকে পদোন্নতি দেওয়া যাবে না।
২. টেকনিক্যাল ১০ম গ্রেড (উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদ): নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে।
৩. প্রকৌশলী পদবির সঠিক ব্যবহার: বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ‘প্রকৌশলী’ পদবি ব্যবহার করতে পারবে না। নন-অ্যাক্রিডেটেড বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়ায় আইইবি-বিএইটিই অ্যাক্রিডেশনের আওতায় আনতে হবে।
এর আগে ৯ম গ্রেডে ডিপ্লোমাধারীদের নিয়োগের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে প্রকৌশলী অধিকার আন্দোলন নামের একটি প্ল্যাটফর্ম তিন দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়। এতে বুয়েটসহ দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেন।