বাংলাদেশের উন্নয়ন ও কূটনীতিতে অবদানের স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান
প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৫, ১১:৩৪:০৩
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে সামাজিক ব্যবসায় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান। বুধবার (১৩ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে এই ডিগ্রি প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার চ্যান্সেলর তুয়াঙ্কু মুহরিজ ইবনে আলমারহুম তুয়ানকু মুনাওইর।
সমাবর্তনে ভাষণ দিতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ায় আসা তার জন্য বড় সম্মানের বিষয়। দীর্ঘদিনের সম্পর্ক থাকা এই প্রতিষ্ঠানের কাছ থেকে স্বীকৃতি পাওয়া বিশেষ সৌভাগ্যের। তিনি জানান, এই সম্মান তিনি শুধু নিজের জন্য নয়, বরং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে গ্রহণ করছেন-যাদের সাহস, শক্তি ও আশা তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, এই স্বীকৃতি তরুণদের স্বপ্ন পূরণের জন্য তার দায়িত্বকে মনে করিয়ে দেয়। গত বছর অসংখ্য তরুণ ও শিক্ষার্থী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে দাঁড়িয়েছিল। শত শত ছাত্র-তরুণ তাদের জীবন উৎসর্গ করেছে এমন এক ভবিষ্যতের জন্য-যেখানে মানুষ ভয়, বৈষম্য ও অবিচার থেকে মুক্তভাবে মর্যাদার সঙ্গে বাস করতে পারবে।
ড. মুহাম্মদ ইউনূসের ভাষায়, এই পুরস্কার শুধু ব্যক্তিগত সম্মান নয়; এটি বাংলাদেশের জনগণ, বিশেষ করে লাখো নারী ও তরুণ উদ্যোক্তার শক্তি, সাহস ও দৃঢ়তার স্বীকৃতি।