সাক্ষীদের মাধ্যমে নতুন তথ্য ও প্রমাণ উপস্থাপন, রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
 
                            প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৫, ৪:৫৯:৫১
আজ বুধবার (৬ আগস্ট) সকাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এইদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।
আজ আরও দু’জন সাক্ষ্য দেবেন। এর আগে তিনজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। সাক্ষীদের পক্ষ থেকে ‘জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড’ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিচার দাবি করা হয় এবং ওই বিভীষিকাময় ঘটনার বর্ণনা উঠে আসে।
গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিচার শুরুর আদেশ দেয়। মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। অপরদিকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন কারাগারে আটক রয়েছেন।
এছাড়াও আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার ৬ আসামিকে হাজির করা হয়েছে। এই মামলার অভিযোগ গঠন বিষয়ে আজ আদেশ দেওয়া হবে।