ছাত্রদলের গণঅভ্যুত্থান বর্ষপূর্তি সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নির্বাচনী প্রস্তুতির বার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের
প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৫, ১:৫১:৩৯
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণদের উদ্দেশে বলেছেন, “তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।” রোববার শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, দেশে ১৩ কোটির মধ্যে প্রায় ৪ কোটি নতুন ভোটার হয়েছেন, যারা ফ্যাসিবাদী শাসনে ভোটাধিকার থেকে বঞ্চিত। এবার তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার সুযোগ এসেছে। বিএনপির লক্ষ্য স্বাবলম্বী বাংলাদেশ গড়া এবং এই লক্ষ্যে কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও অর্থনৈতিক সুযোগ তৈরির পরিকল্পনার কথা জানান তিনি।
তারেক রহমান বলেন, “আমরা এমন শিক্ষা কারিকুলাম প্রণয়ন করবো, যাতে শিক্ষার্থীরা বাস্তব দক্ষতা অর্জনের মাধ্যমে বেকারত্ব এড়াতে পারে।” ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিংয়ের পেমেন্ট সমস্যা সমাধানে পেপাল, স্ট্রাইপ, ওয়াইজের সঙ্গে আলোচনা চলছে বলেও উল্লেখ করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সুবিধা উন্নয়নে ছাত্রদলের মাধ্যমে বিএনপিকে লিখিত প্রস্তাবনা দিতে বলেন।
সমাবেশে মির্জা ফখরুল ইসলাম বলেন,
জনগণ একটি কল্যাণমূলক রাষ্ট্র দেখতে চায়, যেখানে সুশাসন ও কর্মসংস্থান থাকবে।” তিনি জানান, তারেক রহমান দেশে ফিরে নির্বাচনকালীন নেতৃত্ব দেবেন।
সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপি নেতারা এবং ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতারা।