রাজনীতিতে স্বচ্ছতা ও তারুণ্যের শক্তি নিয়ে মাঠে নামলেন তাসনিম জারা; উদ্দেশ্য রাজনীতিতে আস্থা ফেরানো ও নতুন দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা।
প্রকাশিত : ৩১ জুলাই ২০২৫, ১০:২২:১৭
নতুন ধারার রাজনীতির প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেছেন, “আমরা আর প্রতিহিংসা ও সহিংসতার রাজনীতিতে ফিরবো না। আমাদের রাজনীতি হবে আলোচনার, অংশগ্রহণের, এবং সমাধানের।” মঙ্গলবার রাতে ঢাকার আশুলিয়ার বাইপাইল মোড়ে এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আমরা এমন রাজনীতি গড়ে তুলতে চাই, যেখানে তরুণরা রাজনীতির প্রতি আগ্রহী হবেন, রাজনীতিবিমুখ হবেন না। বাংলাদেশের প্রত্যেক নাগরিক যাতে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নিতে পারেন সেই পরিবেশ তৈরিই আমাদের লক্ষ্য।” এ সময় তরুণদের বিপুল সাড়া পাওয়ার কথা উল্লেখ করে ডা. তাসনিম বলেন, “দেশের প্রতিটি জেলায় তরুণ প্রজন্ম এনসিপির সঙ্গে যুক্ত হচ্ছেন। তারা স্বপ্ন দেখছেন, কাজ করতে চাইছেন। এটাই বাস্তবতা এটাই আমাদের ভবিষ্যৎ।”
নারী ও প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে তিনি বলেন, “আমরা চাই, নারীরা রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক। প্রবাসীরা যেন ভোটাধিকার পান, সে ব্যবস্থাও করতে হবে। রাজনীতি হবে জনগণের স্বার্থে, নিজের স্বার্থে নয়।” তিনি আরও বলেন, “অনেকে বলেন, বাংলাদেশে কিছুই বদলায় না। আমরা জানি, পরিবর্তন সহজ নয়। কিন্তু মানুষ জাগলে ইতিহাস বদলায়। আমরা সেই ইতিহাস গড়তে চাই আপনাদের সঙ্গে নিয়ে।”
পথসভায় আরও বক্তব্য রাখেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী, ঢাকা জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক রাসেল আহমেদ এবং যুগ্ম সমন্বয়ক মেহরাব সিফাত প্রমুখ।