চাঞ্চল্যকর এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনের সিদ্ধান্তে দৃষ্টি সবার, প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী
প্রকাশিত : ২৮ জুলাই ২০২৫, ১১:৪২:১৮
জুলাই মাসের গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ রবিবার (২৭ জুলাই) অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ। মামলায় প্রসিকিউশন পক্ষ সব আসামির বিচার শুরুর আবেদন জানাবে বলে জানিয়েছে।
মামলার গ্রেপ্তারকৃত চার আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী সহ মোট ছয়জনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। প্রসিকিউশন সূত্র জানায়, গত ৩০ জুন এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। ওই দিন ট্রাইব্যুনাল-২ বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে ৩০ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ আমলে নেয়।
এর আগে ২২ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনারসহ ২৪ জনকে পলাতক ঘোষণা করে।
এদিকে একই দিনে আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৮ জন এবং লক্ষ্মীপুরে দায়ের করা আরেক মামলায় ৩ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
আবু সাঈদ হত্যাকাণ্ড এবং অন্যান্য সংশ্লিষ্ট মামলাগুলোর বিচার প্রক্রিয়া যেন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে ইতোমধ্যে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও রাজনৈতিক পক্ষগুলোর দাবি জোরালো হয়েছে।