বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে চাঁদা আদায়ের অভিযোগ, সংগঠন বলছে -‘শূন্য সহনশীলতা’
প্রকাশিত : ২৭ জুলাই ২০২৫, ১২:৪৮:১৫
রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন সংগঠনটির ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব। শনিবার (২৬ জুলাই) রাতে সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বহিষ্কৃতদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতাকর্মী যাতে ভবিষ্যতে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখে, সে নির্দেশনাও জারি করা হয়েছে।
এদিকে শনিবার সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডে সাবেক সংসদ সদস্য ড. শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির চেষ্টাকালে ৫ জন যুবক হাতেনাতে ধরা পড়েন। জানা গেছে, অভিযুক্তদের নেতৃত্বে ছিলেন আব্দুর রাজ্জাক বিন সোলাইমান (রিয়াদ) নামের এক যুবক, যিনি নিজেকে ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কয়েকদিন আগে রিয়াদসহ কয়েকজন ওই বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তারা এর মধ্যে ১০ লাখ টাকা আগেই আদায় করেন। শনিবার বিকেলে বাকি টাকা নিতে গেলে বাসার নিরাপত্তা টিমের সহযোগিতায় স্থানীয় লোকজন তাদের আটক করে।
উল্লেখ্য, চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি অনুমোদিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কমিটিতে আব্দুর রাজ্জাক বিন সোলাইমান (রিয়াদ) যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান। চাঁদাবাজির ঘটনায় সংগঠনের শৃঙ্খলা প্রশ্নে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সামাজিক মাধ্যমে। সংগঠনের একাধিক শাখা নেতাও বহিষ্কারাদেশকে সমর্থন জানিয়েছেন।