উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহায়তার ঘোষণাও
প্রকাশিত : ২৪ জুলাই ২০২৫, ১:২৪:০৪
ঢাকা, ২৪ জুলাই
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে বলে জানিয়েছে সরকার। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকের শুরুতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসায় সকল প্রকার সহায়তা নিশ্চিত করা হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরবর্তী ব্যবস্থা নেবে।
বিশেষভাবে নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হবে। এর ধরন ও আনুষ্ঠানিকতা শিগগির নির্ধারিত হবে বলে জানানো হয়।
এ ছাড়া শুক্রবার (২৫ জুলাই) দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে আহতদের দ্রুত সুস্থতা এবং নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় দায়িত্বে থাকবে।