দুবাই থেকে আসা ২৮৭ যাত্রী অক্ষত, যান্ত্রিক ত্রুটি তদন্তে টিম গঠন
প্রকাশিত : ২৪ জুলাই ২০২৫, ১১:৩৬:১১
চট্টগ্রাম, ২৪ জুলাই ২০২৫ যান্ত্রিক ত্রুটির কারণে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকায় রওনা দিয়ে মাঝপথে ফিরে এসেছে।
বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ১৪৮ চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। এরপর সকাল ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ফ্লাইটটি উড্ডয়নের মাত্র ২১ মিনিট পর ফের জরুরি অবতরণে বাধ্য হয়। ফ্লাইটটি ৮টা ৫৮ মিনিটে নিরাপদে বিমানবন্দরে ফিরে আসে বলে জানান শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
তিনি বলেন, “যান্ত্রিক ত্রুটির কারণে পাইলটের সতর্ক সিদ্ধান্তে ফ্লাইটটি ফিরে আসে। যাত্রীরা সবাই নিরাপদে আছেন এবং ফ্লাইটটি বর্তমানে বে নম্বর ৮ এ অবস্থান করছে।”
এ সময় ফ্লাইটটিতে ২৮৭ জন যাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই বিদেশফেরত কর্মী ও পর্যটক। বিমান কর্তৃপক্ষ জানায়, সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ যান্ত্রিক ত্রুটির উৎস শনাক্তে কাজ শুরু করেছে এবং কোনো ঝুঁকি এড়াতে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।