রাজনীতির মাঠে সক্রিয় হয়ে ‘সংসদ অভিমুখে যাত্রা’র ঘোষণা যুবনেতা নাহিদের, তরুণদের রাজনৈতিক অংশগ্রহণে জোর
প্রকাশিত : ১৬ জুলাই ২০২৫, ১:৪২:৪১
ঢাকা, ১৬ জুলাই ২০২৫
রাজনীতিতে তরুণদের ভূমিকা ও সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর অঙ্গীকার নিয়ে এবার সংসদ ভবনের অভিমুখে যাত্রার ঘোষণা দিয়েছেন নাহিদ ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় তিনি বলেন, “এবার লক্ষ্য সংসদ ভবন। দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণদের কণ্ঠস্বর হতে চাই।”
নাহিদ ইসলাম বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে বিশেষভাবে আলোচিত একজন উদীয়মান রাজনৈতিক সংগঠক ও বক্তা। বিভিন্ন সময় জাতীয় ইস্যুতে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন তিনি।
ভিডিওবার্তায় তিনি বলেন, “বাংলাদেশ এখন একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। তরুণদের রাজনীতি মানেই ভাঙচুর নয়, বরং গঠনমূলক পরিবর্তনের নেতৃত্ব। আমরা সেই পরিবর্তনের সূচনা করতে চাই সংসদ ভবনে প্রবেশ করে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণদের প্রতিনিধি হিসেবে যদি নাহিদ ইসলামের মতো নেতারা জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন, তবে তা ইতিবাচক বার্তা দেবে এবং রাজনীতিতে একধরনের নবজাগরণ সৃষ্টি হতে পারে।
তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান
নাহিদ ইসলাম তাঁর কর্মসূচিতে তরুণদের আহ্বান জানিয়ে বলেন, “নিজের ভবিষ্যৎ নিজেই গড়তে হবে। রাজনীতির মাঠে অংশ নিতেই হবে, নয়তো নেতৃত্ব যাবে ভুল হাতে।”
তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন এটি সাহসী পদক্ষেপ, আবার কেউ দেখছেন ভবিষ্যতের তরুণ নেতৃত্বের সম্ভাবনা হিসেবে।