নির্বাচনী পদ্ধতির সংস্কার ও সাংবিধানিক পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে মতবিনিময়
প্রকাশিত : ১৫ জুলাই ২০২৫, ১:৩৭:৫৫
ঢাকা, ১৫ জুলাই ২০২৫
জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে গঠিত ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ১৪তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ। বৈঠকে অংশ নেয় দেশের ছয়টি নিবন্ধিত রাজনৈতিক দল। আলোচনায় মূলত সাংবিধানিক পদে নিয়োগের পদ্ধতি, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা এবং দলগুলোর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়গুলো উঠে আসে।
বৈঠকে উপস্থিত একাধিক রাজনৈতিক দলের নেতারা জানান, বর্তমান নির্বাচন কমিশন গঠনের পদ্ধতি, সংসদীয় আসন পুনর্বিন্যাস এবং নির্বাচনী ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বেশিরভাগ দলই কমিশনের প্রতি আস্থার জায়গা তৈরি করতে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দেয়।
ঐকমত্য কমিশনের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. আনোয়ার হোসেন বৈঠক শেষে সাংবাদিকদের জানান, “দ্বিতীয় ধাপে আমরা এখন পর্যন্ত ১৪টি বৈঠক করেছি। কিছু বিষয়ে ইতিবাচক অগ্রগতি হলেও অনেক ক্ষেত্রে দলগুলোর মধ্যে এখনও মতানৈক্য রয়ে গেছে। তবে আমরা আশাবাদী, আলোচনা ও অংশগ্রহণের মাধ্যমেই একটা জাতীয় ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে।”
এদিকে বিএনপি ও আওয়ামী লীগ বৈঠকে অংশ না নেওয়ায় প্রক্রিয়াটিকে ‘আংশিক প্রতিনিধি’ বলেও আখ্যা দিয়েছেন কিছু দল। এতে ঐকমত্য তৈরিতে চ্যালেঞ্জ বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
পরবর্তী বৈঠকে কী আলোচনা হবে তা নির্ধারণে আগামী সপ্তাহে কমিশন একটি খসড়া রোডম্যাপ প্রকাশ করবে বলেও জানা গেছে।