প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের উপ-সভাপতির বৈঠক; আলোচনা কেন্দ্রবিন্দুতে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সহযোগিতা।
প্রকাশিত : ১৫ জুলাই ২০২৫, ১১:১০:০১
দক্ষিণ এশিয়ার জন্য নবনিযুক্ত বিশ্বব্যাংক উপ-সভাপতি জোহানেস জুট রবিবার দিবাগত রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতি জুট সমর্থন ব্যক্ত করেন এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিকে প্রশংসা জানান। বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের নবনিযুক্ত বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমের সঙ্গেও বৈঠকে অংশ নেন জুট। তিনি বাংলাদেশ, ভুটান ও নেপালের জন্য ২০১৩-২০১৫ সালে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালনকালের অভিজ্ঞতা স্মরণ করেন এবং বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক অগ্রগতির কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করেন।
জোহানেস জুট বলেন,
“বাংলাদেশ এগোলে পুরো দক্ষিণ এশিয়া এগোবে। আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবহন ব্যবস্থাকে উন্নত করতে হবে এবং তরুণ জনশক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।”
নারী ক্ষমতায়নে প্রধান উপদেষ্টার ভূমিকা বিশেষভাবে উল্লেখ করে বিশ্বব্যাংকের উপ-সভাপতি জানান,
“বিশ্বব্যাংক বাংলাদেশের মেয়েদের জন্য শিক্ষাবৃত্তি কর্মসূচি পরিচালনা করেছে, যা অন্যান্য দেশেও অনুসরণীয় মডেল হয়ে উঠেছে। আমরা বাংলাদেশের তরুণদের জন্য আরও সুযোগ সৃষ্টি করতে প্রস্তুত।”
গত অর্থবছরে বাংলাদেশে ৩ বিলিয়ন ডলারেরও বেশি অর্থায়ন প্রদান করেছে বিশ্বব্যাংক, যা আগামী তিন বছরে অব্যাহত রাখার প্রতিশ্রুতিও জোহানেস জুট দেন। বৈঠকে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এর উন্নয়ন এবং ২০২৫ সালের প্রথম প্রান্তিকে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগে উল্লেখযোগ্য বৃদ্ধির তথ্য তুলে ধরেন।