ঝটপট রান্না, স্বাদে ভরপুর তেলাপিয়া ভাজা হতে পারে দুপুর বা রাতের খাবারের দারুণ সঙ্গী।
 
                            প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৫, ৫:০৪:০৮
উপকরণ
মাঝারি আকারের তেলাপিয়া মাছ – ২টি
লবণ – স্বাদমতো
হলুদ গুঁড়া – ১ চা চামচ
মরিচ গুঁড়া – ১ চা চামচ
আদা-রসুন বাটা – ১ চা চামচ
লেবুর রস – ১ টেবিল চামচ
ভাজার জন্য সরিষার তেল বা ভোজ্য তেল – পরিমাণমতো
প্রস্তুত প্রণালী
পরিবেশন
তেলাপিয়া ভাজা গরম গরম ভাত, ডাল কিংবা সালাদের সঙ্গে পরিবেশন করুন। চাইলে পাশে লেবু কেটে পরিবেশন করলে স্বাদ বাড়বে দ্বিগুণ।
টিপস:
মচমচে করতে চাইলে ভাজার আগে সামান্য চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার মেখে নিতে পারেন।
ভাজার সময় আঁচ মাঝারি রাখলে মাছ বাইরে পোড়বে না, ভেতরেও ভালোভাবে সেদ্ধ হবে।
"বাইরে মচমচে, ভেতরে নরম তেলাপিয়া ভাজার স্বাদ একবার খেলেই মন জুড়িয়ে যাবে।"