নেতৃত্বে সরলতা না অভিনয়? সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়ানোতেই উচ্ছ্বাস সামাজিক মাধ্যমে
প্রকাশিত : ০২ আগস্ট ২০২৫, ১১:২৬:২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে লোকাল বাসে চলাচলের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবি প্রকাশের পর তা নেটিজেনদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) তোলা এসব ছবিতে দেখা যায়, লন্ডনের উত্তরের একটি বাসস্টপে দাঁড়িয়ে রয়েছেন তারেক রহমান। পরনে হালকা নীল রঙের শার্ট, খাকি প্যান্ট ও সাধারণ স্নিকার্স। হাতে রয়েছে একটি মোবাইল ফোন। অন্য একটি ছবিতে দেখা যায়, তিনি একটি লাল রঙের ডাবল-ডেকার লোকাল বাসে অন্যান্য যাত্রীদের সঙ্গে উঠছেন।
ছবিগুলো বিএনপির মিডিয়া সেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা হয়, “আগামী দিনের রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে অবস্থানকালে কোনো ভিআইপি সুবিধা গ্রহণ না করে সাধারণ মানুষের মতো লোকাল বাসে যাতায়াত করেন। যা তাঁর বিনয়ী আচরণ, সাধারণ জীবনধারা এবং জনগণের সঙ্গে আন্তরিক সংযোগের প্রতিচ্ছবি।”
ছবিগুলোর নিচে মন্তব্যে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে অনেক অনুসারী ও সাধারণ ব্যবহারকারীকে। মোহাম্মদ শামসুদ্দিন নামের একজন লিখেছেন, “তারুণ্যের অহংকার তারেক রহমান, বাংলাদেশের প্রাণ।” অপর একজন, মোশারফ নামের ব্যবহারকারী মন্তব্য করেন, “তরুণ যুবকের আইডল।”
ছবিগুলো পোস্টের ৮ ঘণ্টার মধ্যে ৩৮ হাজারের বেশি প্রতিক্রিয়া, ৪ হাজার ৩০০-এর বেশি মন্তব্য এবং ৫ হাজার ৭০০-এর অধিক শেয়ার হয়।