সাবেক আইনমন্ত্রীর বিরুদ্ধে অস্ত্র মামলায় আদালত রিমান্ড মঞ্জুর করায় তদন্তে নতুন মোড়ের আভাস মিলছে বলছে সংশ্লিষ্ট সূত্র।
প্রকাশিত : ০৭ জুলাই ২০২৫, ১:৩৪:৪০
রাজধানীর বনানী থানায় অস্ত্র মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৭ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক মো. ইয়াদুল হক পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
আবেদনে বলা হয়, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য ইস্যু করা সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত ও অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্দেশনা সত্ত্বেও অনেকে অস্ত্র ও গুলি থানায় জমা না দেওয়ায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। যেসব অস্ত্র নির্ধারিত সময়ে জমা হয়নি, সেগুলোকে এখন ‘অবৈধ’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্রটি বনানী থানায় কিংবা অন্য কোনো থানায় জমা দেননি, এমনকি কোনো তথ্যও দেননি। তার অস্ত্রের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য পুলিশ অভিযান চালাতে চায় এবং এজন্য তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে তদন্ত কর্মকর্তারা দাবি করেন। এ জন্য পাঁচ দিনের রিমান্ড চাওয়া হলেও আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন, কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক (দিদার) রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করলে আদালত রিমান্ড মঞ্জুর করেন।
গত বছরের ১৩ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে আনিসুল হককে নৌপথে পলায়নকালে রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর বিভিন্ন মামলায় রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়, বর্তমানে তিনি সেখানেই আটক রয়েছেন।