এ নিয়ে সাতজন গ্রেপ্তার, প্রকাশ্য নৃশংস হত্যাকাণ্ডে তীব্র প্রতিক্রিয়া, দ্রুত বিচার দাবি সর্বমহলে
প্রকাশিত : ১৫ জুলাই ২০২৫, ১০:৫৫:৩৫
ঢাকা, ১৫ জুলাই
রাজধানীর মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে অন্যতম আসামি নান্নুকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। সোমবার রাতে বন্দরের একটি এলাকা থেকে তাকে আটক করা হয়। সোহাগ হত্যায় এটি এখন পর্যন্ত সাত নম্বর গ্রেপ্তার।
র্যাব সূত্র জানিয়েছে, আটক নান্নু সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হামলার সময় সে সোহাগকে ইট দিয়ে আঘাত করে। র্যাব জানায়, তাকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের পেছনের পরিকল্পনা ও অন্য সহযোগীদের নাম জানার চেষ্টা চলছে।
এর আগে, ডিবি ও র্যাব অভিযানে মাহিন, রবিন, আলমগীর, রাজীব ও সজীবসহ আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। আদালতে তাদের রিমান্ডও মঞ্জুর করা হয়েছে।
গত ৯ জুলাই সন্ধ্যায় পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের পাশে রজনী ঘোষ লেনে প্রকাশ্যে কুপিয়ে এবং পাথর দিয়ে মাথায় আঘাত করে সোহাগকে হত্যা করা হয়। পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে।
নিহত সোহাগ পুরাতন তার ও ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। হত্যার পেছনে চাঁদাবাজি ও বাণিজ্যিক আধিপত্যকে দায়ী করেছেন তদন্ত সংশ্লিষ্টরা। ইতিমধ্যে ডিবি ও র্যাবের সমন্বয়ে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।
প্রকাশ্য এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিত করতে সরকারের সর্বোচ্চ মহল থেকেও নির্দেশনা এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, অপরাধীরা যে পরিচয়েই হোক না কেন, আইনের বাইরে কেউ থাকবে না।