মোহাম্মদপুরে সিটিটিসি ইউনিটের অভিযান, চাঁদাবাজি-ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহে আটক
 
                            প্রকাশিত : ১৪ জুলাই ২০২৫, ৮:৫১:১৭
মোহাম্মদপুরের জহুরি মহল্লা ও বাবর রোড এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ‘পানি রুবেল গ্যাং’ নামে ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে। তারা পথচারীদের ওপর চাপাতিসহ ধারালো অস্ত্র দিয়ে নির্দিষ্ট সময় রাতের ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃতদের তালিকায় রয়েছে: মোঃ লায়েছ (২৫), মোঃ শাহিন ওরফে অটো শাহীন (২০), মোঃ শুভ (১৯), মোঃ আবদুল আলিম (২৮) ও মোঃ মিলন হোসেন (২৮)।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান,
রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে স্পেশাল অ্যাকশন গ্রুপ তাদের আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিয়মিত ছিনতাইয়ের কথা স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।