চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ১২২ জনের, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজারের বেশি রোগী
 
                            প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২৫, ৭:০৮:৫০
দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৫৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে প্রাণ হারিয়েছেন আরও ৪ জন। চলতি বছর এক দিনে এটাই সর্বোচ্চ রোগী ভর্তির সংখ্যা।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৪৭৬ জন এবং মৃত্যু হয়েছে ১২২ জনের।
শুধু আগস্ট মাসেই এখন পর্যন্ত ১০ হাজার ৪৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ৩৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৪৮৬ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকায় ৪৭৭ জন এবং বাকি ১ হাজার ৯ জন অন্যান্য বিভাগে চিকিৎসাধীন।
তথ্য বলছে, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ধাপে ধাপে রোগীর সংখ্যা বেড়েছে। জানুয়ারিতে ভর্তি হয়েছিল ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন এবং জুলাইয়ে সর্বোচ্চ ১০ হাজার ৬৮৪ জন। একই সময়ে মৃত্যুও বেড়েছে—জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুনে ১৯ জন এবং জুলাইয়ে ৪১ জন মারা গেছেন।
ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদফতর নাগরিকদের সচেতন হওয়ার পাশাপাশি দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে।