সুস্থ দাঁত মানেই সুস্থ জীবন। কিন্তু ডেন্টিস্টের চেয়ারে বসার আগে নিজের ঘরেই শুরু হোক যত্ন। আধুনিক অভ্যাস আর ঘরোয়া টিপসেই ফিরিয়ে আনুন হারানো হাসি।
প্রকাশিত : ২৮ জুলাই ২০২৫, ২:০০:৫৪
দাঁতের সমস্যা মানেই শুধু ব্যথা নয় , অনেকেই ভাবেন দাঁতের সমস্যা মানেই ব্যথা। কিন্তু সত্য হলো দাঁতের হলদে হওয়া, দুর্গন্ধ, রক্তপাত কিংবা মাড়ির ফুলে যাওয়া এসবই শরীরের ভেতরের অসুখের ইঙ্গিত দিতে পারে।
দাঁতের যত্ন না নিলে যা হতে পারে:
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এক গবেষণায় জানায়, বিশ্বের ৬০% মানুষ দাঁতের সমস্যাকে গুরুত্ব দেন না যতক্ষণ না তা অসহনীয় হয়ে ওঠে।
ঘরেই সম্ভব সঠিক যত্ন
ডা. আনিকা রহমান, ডেন্টাল সার্জন, বলেন, “প্রতিদিন শুধু দুইবার সঠিকভাবে দাঁত ব্রাশ, মাঝে মাঝে ফ্লস ও সল্ট ওয়াটার গার্গল এই তিনটি অভ্যাসই ৭০% দাঁতের রোগ প্রতিরোধে কার্যকর।”
ঘরোয়া সমাধানগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়:
বিশ্বজুড়ে দাঁতের যত্নে সচেতনতা
হলিউড তারকাদের চকচকে দাঁতের পেছনে রয়েছে কঠোর নিয়ম মেনে চলা। যেমন টম ক্রুজ বা জেনিফার লোপেজ দাঁতের যত্নে রুটিন ও স্পেশালিস্ট টিমের সহযোগিতা নিয়ে থাকেন। তবে আপনি চাইলেও, বিশেষজ্ঞ ছাড়াই নিজে থেকেই শুরু করতে পারেন সেই রুটিন নিজের ঘরে।
“সুস্থ দাঁত মানেই শুধু হাসি নয়, এটি আপনার হৃদয়ের যত্নেরও প্রাথমিক ধাপ।” ডা. আনিকা রহমান, ডেন্টাল সার্জন
আজকের বিশ্বে মুখে মাস্ক নেই, মুখোমুখি কথা হচ্ছে। আপনার হাসিই বলে দেবে আপনি কেমন মানুষ সচেতন, পরিচ্ছন্ন, আত্মবিশ্বাসী। দাঁতের প্রতি অবহেলা নয়, বরং ছোট অভ্যাসে গড়ে তুলুন বিশ্বাসভরা এক দীপ্ত হাসি। আপনার দাঁতের সুস্থতা আপনার আত্মবিশ্বাসের চাবিকাঠি।