বাজার স্থিতিশীল রাখতে আমদানির ধারা অব্যাহত, প্রতিদিনই বাড়ছে চালের চালান
 
                            প্রকাশিত : ২৮ আগস্ট ২০২৫, ৬:০২:২২
যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে চাল এসেছে। বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় তৃতীয় চালানে ১২টি ট্রাকে ৪২০ মেট্রিক টন মোটা চাল প্রবেশ করে। এ নিয়ে গত তিন দিনে মোট ২৭টি ট্রাকে ৯৪৫ মেট্রিক টন চাল আমদানি হলো। বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার (২১ আগস্ট) ৯ ট্রাকে ৩১৫ মেট্রিক টন, রবিবার (২৪ আগস্ট) ৬ ট্রাকে ২১০ মেট্রিক টন এবং বুধবার (২৭ আগস্ট) ১২ ট্রাকে ৪২০ মেট্রিক টন চাল বন্দরে এসেছে।
আমদানিকারক গনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুস সামাদ বলেন, তিন চালানে ৯৪৫ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে এবং আরও কয়েকটি চালবোঝাই ট্রাক আসার অপেক্ষায় আছে। আমদানির সব কার্যক্রম দেখভাল করছে সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ। সিঅ্যান্ডএফ প্রতিনিধি বাবলুর রহমান জানান, বুধবার আসা চালের ছাড়করণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবারই খালাস প্রক্রিয়া সম্পন্ন হবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, চার মাস বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার থেকে আবার চাল আমদানি শুরু হয়েছে। এর আগে সর্বশেষ ১৫ এপ্রিল এ বন্দরে চাল এসেছিল। বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, আমদানিকৃত চাল দ্রুত ছাড়করণের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের এই উদ্যোগের ফলে অভ্যন্তরীণ বাজারে চালের দাম স্থিতিশীল হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।