স্বস্তির সঙ্গে দুর্ভোগও, জলাবদ্ধতায় জনজীবন ব্যাহত
প্রকাশিত : ০৩ জুলাই ২০২৫, ১০:০৮:১০
আষাঢ়ের মাঝামাঝি সময়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। বুধবার সকাল থেকে একটানা বৃষ্টির কারণে ঢাকার অনেক এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, যানজট ও বিদ্যুৎ বিভ্রাট। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীতে আজ সর্বোচ্চ ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির এই ধারা আরও ২-৩ দিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
জলাবদ্ধতা ও যানজটে দুর্বিষহ নগরজীবন
বৃষ্টির কারণে রাজধানীর মতিঝিল, খিলগাঁও, শান্তিনগর, মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, বসুন্ধরাসহ বেশ কয়েকটি এলাকায় রাস্তাঘাটে হাঁটুপানি জমে যায়। কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েন। গণপরিবহন সংকুচিত হয়ে পড়ে এবং রিকশা ও সিএনজির ভাড়া বেড়ে যায় কয়েক গুণ।
শান্তিনগর এলাকার এক বাসিন্দা বলেন,
বৃষ্টি ভালো লাগে, কিন্তু রাস্তায় নামলেই নোংরা পানি, যানজট আর ভোগান্তি পিছু নেয়। এটা প্রায় রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা আবারও সামনে
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ড্রেনেজ ব্যবস্থার কিছু উন্নয়ন প্রকল্প চলমান থাকলেও হঠাৎ ভারী বর্ষণে তা পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত নয়। বিশেষজ্ঞদের মতে, “প্রতিবছরই বর্ষা মৌসুমে একই দুর্ভোগের পুনরাবৃত্তি ঘটে, কিন্তু টেকসই ও সমন্বিত ড্রেনেজ ব্যবস্থার অভাব থেকেই যাচ্ছে।”
নদী অববাহিকায় প্লাবনের আশঙ্কা
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে আরও বৃষ্টিপাত হতে পারে। এতে নদী অববাহিকাগুলোর পানি বাড়ার আশঙ্কা রয়েছে, যা নিম্নাঞ্চলগুলোতে প্লাবনের ঝুঁকি তৈরি করতে পারে। সংশ্লিষ্ট প্রশাসনকে সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।