প্রকৃতি রক্ষার সংগ্রামে নীরবে কাজ করে যাচ্ছেন অনেকে। তাঁদের প্রচেষ্টায় বিপন্ন প্রাণী পাচ্ছে নতুন জীবন, সংরক্ষিত হচ্ছে বনভূমি। এবার সেই কাজের স্বীকৃতি মিলল জাতীয় পুরস্কারে।
 
                            প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৫, ৮:৪৬:৫১
বাংলাদেশের বনাঞ্চল থেকে আফ্রিকার মরুভূমি কিংবা আমাজনের বৃষ্টিবন-বিশ্বজুড়ে বন্যপ্রাণী রক্ষার লড়াই চলছে নিরন্তর। মানুষ ও প্রকৃতির এই অসম লড়াইয়ে যখন প্রতিদিন হারিয়ে যাচ্ছে প্রাণ, তখন কিছু মানুষ দাঁড়াচ্ছেন সাহসী যোদ্ধার মতো। সম্প্রতি জাতীয় পুরস্কার পেলেন এমন কয়েকজন, যাঁরা দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী রক্ষায় কাজ করছেন। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, বন উজাড় আর অবৈধ শিকার-সব মিলিয়ে প্রাণবৈচিত্র্য ভয়াবহ হুমকিতে। জাতিসংঘের এক রিপোর্টে বলা হয়েছে, বিশ্বে প্রতিবছর প্রায় ১০ লাখ প্রাণী ও উদ্ভিদের প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে পড়ছে। এই প্রেক্ষাপটে স্থানীয় পর্যায়ে যারা প্রকৃতি বাঁচাতে কাজ করছেন, তাঁদের পুরস্কার শুধু অনুপ্রেরণাই নয়, নতুন পথও দেখাচ্ছে।
পুরস্কারজয়ীদের সংগ্রাম
চট্টগ্রামের পাহাড়ি এলাকায় হাতি সংরক্ষণে কাজ করা শফিকুল ইসলাম জানিয়েছেন, “গ্রামের মানুষ আর হাতির সংঘাত কমাতে আমরা সচেতনতা বাড়াচ্ছি। হাতি শুধু বনের প্রাণী নয়, বনভূমির পরিবেশগত ভারসাম্যের অংশ।” তাঁর এই উদ্যোগ গ্রাম থেকে শহরে পৌঁছেছে, আর এবার জাতীয় স্বীকৃতিও মিলল। একইভাবে, সুন্দরবনের গহিনে হরিণ ও কুমির সংরক্ষণে কাজ করে আসছেন রুবিনা আক্তার। তাঁর কথায়, “প্রকৃতি যদি বাঁচে, তবেই মানুষও বাঁচবে। এই পুরস্কার আমার নয়, আমাদের দলের।”
বিশ্বজুড়ে অনুপ্রেরণা
আফ্রিকায় ‘ওয়াইল্ডলাইফ রেঞ্জার অ্যাওয়ার্ড’, ভারতে ‘প্রজেক্ট টাইগার’, কিংবা যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল পার্ক রেঞ্জারস’ সবখানেই স্থানীয় নায়কেরা প্রকৃতি রক্ষার পুরস্কার পাচ্ছেন। বাংলাদেশও সেই ধারা অনুসরণ করছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের পুরস্কার শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উৎসাহিত করে না, বরং সাধারণ মানুষকেও প্রকৃতি রক্ষায় উদ্বুদ্ধ করে।
ভবিষ্যতের চ্যালেঞ্জ
তবে চ্যালেঞ্জ এখনো কম নয়। বন উজাড়, নদী ভরাট, প্লাস্টিক দূষণ ও জলবায়ু পরিবর্তন বন্যপ্রাণীর জীবনকে প্রতিনিয়ত হুমকির মুখে ঠেলে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকার, স্থানীয় জনগণ এবং আন্তর্জাতিক সংগঠনের যৌথ উদ্যোগ ছাড়া টেকসই সমাধান সম্ভব নয়।
“প্রকৃতি যদি বাঁচে, তবেই মানুষও বাঁচবে।” -রুবিনা আক্তার, জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিবেশকর্মী