সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার ১১টি হাওড় এলাকায় ডুবন্ত বাঁধ, খাল খনন ও অবকাঠামো নির্মাণের উদ্যোগ
 
                            প্রকাশিত : ২৮ আগস্ট ২০২৫, ৯:১৭:২২
হাওড়াঞ্চলের বন্যা ব্যবস্থাপনা ও জনগণের জীবনমান উন্নয়নে বৃহৎ প্রকল্প হাতে নিচ্ছে সরকার। ২,২৪৮ কোটি ১২ লাখ টাকা ব্যয়ের এ প্রকল্পের অধীনে নির্মিত হবে প্রায় ৪৫০ কিলোমিটার ডুবন্ত বাঁধ, খনন করা হবে ৭৮ কিলোমিটার খাল ও নদী, এবং তৈরি করা হবে ইরিগেশন ইনলেট, বক্স ড্রেনেজ আউটলেট ও চাতালসহ নানা অবকাঠামো।
প্রকল্পটির অর্থায়নে ৫৮৪.১২ কোটি টাকা আসবে সরকারি তহবিল থেকে, আর ১,৬৬৪ কোটি টাকা দেবে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। গতকাল পানি সম্পদ মন্ত্রণালয় ও জাইকার প্রতিনিধিদলের বৈঠকে প্রকল্পের বিষয়ে আলোচনা প্রায় চূড়ান্ত হয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার মোট ১১টি হাওড় প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো আগাম বন্যা থেকে বোরো ধান রক্ষা, টেকসই বাঁধ নির্মাণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করা। পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নও এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।
প্রস্তাবিত প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০২৬ সালের জুলাই থেকে ২০৩৩ সালের জুন পর্যন্ত। আগামী বছর মার্চে এটি একনেকে উপস্থাপনের সম্ভাবনা রয়েছে।