ডিএসসিসিতে মশক নিধনে ১০ বছরে খরচ ২৬৫ কোটি টাকা, তবু মশা ও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে
 
                            প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৫, ৫:৩০:১২
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় মশার উৎপাত বেড়েই চলেছে। শুধু রাতে নয়, দিনের বেলাতেও মশার যন্ত্রণা থেকে রক্ষা পেতে মশারি টানাতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। অভিযোগ, সিটি করপোরেশন নিয়মিত মশক নিধনে ওষুধ দিচ্ছে না, তাছাড়া ব্যবহৃত ওষুধ কার্যকর না হওয়ায় মশা নিয়ন্ত্রণে আসছে না। এ অবস্থায় ডেঙ্গুর প্রকোপও বাড়ছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ১০৪ জনের মৃত্যু হয়েছে এবং ২৫ হাজার ৩২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডিএসসিসির বাজেট বিশ্লেষণে দেখা যায়, গত ১০ অর্থবছরে শুধু মশক নিধনে বরাদ্দ হয়েছে ২৬৫ কোটি ২২ লাখ টাকা। চলতি ২০২৫-২৬ অর্থবছরেই এ খাতে বাজেট রাখা হয়েছে ৪৫ কোটি টাকা। অথচ বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা বলছেন, ওষুধ ঠিকমতো দেওয়া হয় না, দেওয়া হলেও কার্যকর নয়। পুরান ঢাকার বংশাল, কালুনগর ও আশপাশের এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, খাল-নর্দমা পরিষ্কার না হওয়ায় মশার উৎপত্তি কমছে না।
মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ প্রত্যাখ্যান করে ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, ওষুধ ছিটানোর পাশাপাশি খাল-নর্দমা পরিষ্কার, সচেতনতামূলক কার্যক্রম ও বিশেষ অভিযানের মাধ্যমে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, এডাল্টিসাইডিংয়ে প্রতিদিনের ওষুধের ব্যবহার দ্বিগুণ করা হয়েছে এবং অঞ্চলভিত্তিক তদারকি টিম গঠন করা হয়েছে।
তবে নগরবাসীর প্রশ্ন, প্রতিবছর কোটি কোটি টাকা খরচ হলেও কেন মশা নিয়ন্ত্রণে আসছে না।