অবিরাম বর্ষণ ও উজানের ঢলে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, শতাধিক পরিবার পানিবন্দি
 
                            প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৫, ৫:৩০:০১
রাজশাহীতে অবিরাম বর্ষণ ও উজানের ঢলে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে তালাইমারী, শ্রীরামপুর, পঞ্চবটি, চরখিদিরপুর, খানপুরসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অনেক পরিবার বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টায় রাজশাহী পয়েন্টে পদ্মার পানি ১৭ দশমিক ৪৯ মিটার উচ্চতায় প্রবাহিত হয়, যা বিপদসীমা ১৮ দশমিক ০৫ মিটারের মাত্র ৫৬ সেন্টিমিটার নিচে। পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
শহর রক্ষা বাঁধে চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। নদী ভাঙনের কারণে বসতভিটা, কৃষিজমি এবং ফলবাগান ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে চকরাজাপুর হাইস্কুল মারাত্মক ঝুঁকিতে রয়েছে; বিদ্যালয়ের মাঠ ও কিছু শ্রেণিকক্ষ পানিতে তলিয়ে গেছে।
উপজেলা প্রশাসন নৌকাযোগে দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করছে। পবা উপজেলার চরখিদিরপুর, চরখানপুর ও চরতারানগরে প্রায় ২০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বন্যার কারণে অনেক এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে বা পাঠদান ব্যাহত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, ফারাক্কার সবগুলো কপাট খোলা থাকায় এবং ভারত-বাংলাদেশে ভারী বৃষ্টির কারণে পদ্মায় পানি বৃদ্ধি পেয়েছে। দুই-তিন বছরের মধ্যে এবার পানির উচ্চতা সবচেয়ে বেশি। বিপদসীমা অতিক্রমের আশঙ্কা থাকায় সতর্কাবস্থা জারি রয়েছে।