 
                            প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২৫, ১১:৩৭:৩৩
জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওনের মা বেগম তাহুরা আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শাওন নিজেই জানিয়েছেন এই তথ্য।
শাওন লেখেন, ‘নিশ্চয়ই আমরা আল্লাহ’র কাছেই ফিরে যাব। ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার মা বেগম তাহুরা আলী মারা গেছেন। মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদের সবাইকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন।’
তিনি আরও লেখেন, দুটি স্থানে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা আসরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে হবে। আর দ্বিতীয়টি মাগরিবের নামাজের পর তেজগাঁও রাহিম মেটাল সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হবে।’
শাওন সবাইকে তার মায়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেগম তাহুরা আলী হৃদযন্ত্র ও কিডনির জটিলতায় ভুগছিলেন এবং কয়েক সপ্তাহ ধরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে গত জুনে মায়ের অসুস্থতার কথা জানিয়েছিলেন শাওন। এক ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘আমার আম্মু ইউনাইটেড হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (সিসিইউ) জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন।
বেগম তাহুরা আলী এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তার বড় মেয়ে অভিনেত্রী মেহের আফরোজ শাওন।
তাহুরা আলী জামালপুর থেকে সংরক্ষিত নারী আসনে ১৯৯৬ থেকে ২০০১ এবং ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করেন।