 
                            প্রকাশিত : ২১ অক্টোবর ২০২৫, ৩:০৮:১৪
বলিউডের প্রখ্যাত কৌতুক অভিনেতা গোবর্ধন আসরানি আর নেই। দীর্ঘ অসুস্থতার পর সোমবার ৮৪ বছর বয়সে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এরইমধ্যে মুম্বাইয়ের সান্তাক্রুজ শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে তার।
আসরানির ম্যানেজার বাবুভাই থিবা বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘আসরানি সোমবার বিকেল ৩টায় জুহুর আরোগ্য নিধি হাসপাতালে মারা গেছেন। স্ত্রী, বোন ও ভাতিজাকে রেখে গেছেন তিনি।’
ভারতীয় চলচ্চিত্রে দীর্ঘ পাঁচ দশকের ক্যারিয়ারে আসরানি ছিলেন কৌতুকের সম্রাট। ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এফটিআইআই) ছাত্র হিসেবে ১৯৬০-এর দশকে অভিনয়জীবন শুরু করেন তিনি।
জনপ্রিয় ‘শোলে’ সিনেমায় কারাগারের আজব জেলারের চরিত্রে তার অভিনয় আজও দর্শকদের মনে অম্লান। হাস্যরসে তিনি হয়ে উঠেছিলেন ভারতীয় কৌতুকের প্রতীক।
হৃষিকেশ মুখার্জি, রাজ কাপুরসহ বহু কিংবদন্তি পরিচালকের সঙ্গে কাজ করেছেন আসরানি, যা তাকে শক্তিমান অভিনেতা হিসেবে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।
তার শেষ সিনেমা ছিল ‘মাস্তিজাদে’ (২০১৬), যেখানে তিনি অভিনেত্রী সানি লিওনের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন। আসরানি এক সাক্ষাৎকারে বলেন, “আমাকে ‘মাস্তিজাদে’-তে কাজ করতে হয়েছিল, কিন্তু আমি খুব অস্বস্তিতে পড়েছিলাম।”
‘হিন্দুস্তান টাইমস’-কে দেওয়া সাক্ষাৎকারে আসরানি বলেন, ‘আগে কমেডির দুটি ধারা ছিল—বিমল রায়ের বাস্তবধর্মী ধারা ও মাদ্রাজের সূক্ষ্ম ধারা। দুটোই শালীন ছিল। এখনকার কমেডি ভয়াবহ অশ্লীল হয়ে গেছে। শুধু কাপড় খোলার বাকি।’