 
                            প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৫, ১২:১১:১৬
রক আইকন ও এলআরবির প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চু রুপালি গিটার নামিয়ে রেখে চলে গেছেন অনেক আগেই। তবু ভক্তদের হৃদয়ে এখনো প্রাণবন্ত এই শিল্পী।
২০১৮ সালের ১৮ অক্টোবর, মাত্র ৫৬ বছর বয়সে হৃদ্রোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নেন এই কিংবদন্তি। দেখতে দেখতে কেটে গেছে সাতটি বছর। গত শনিবার তার সপ্তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ঢাকায় আয়োজন করা হয় দোয়া মাহফিল এবং মেজবান। এটির আয়োজনে ছিল চট্টগ্রাম মিউজিশিয়ানস ক্লাব।
শনিবার (১৮ অক্টোবর) রাতে রাজধানীর মগবাজার সেলিব্রেশন কমিউনিটি পয়েন্টে গায়ক, সুরকার ও সঙ্গীত পরিচালক আইয়ুব বাচ্চুর রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া এতিম বাচ্চাদের মাঝে খাবার বিতরণ করা হয়। এদিন সন্ধ্যায় দেশের সকল মিউজিশিয়ানদের উপস্থিতিতে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।
ব্যান্ড সংগীতের কিংবদন্তি, গিটারের জাদুকরকে নিয়ে এই দিনে ফেসবুকে একটি ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা। এ বার্তায় তিনি লিখেছেন, ‘জীবন বড়ই বিচিত্র, সন্ধ্যা কাটে না, অথচ দিব্যি বছর ঘুরে বছর আসে। দেখতে দেখতে সাত বছর...’
আইয়ুব বাচ্চু ও ফেরদৌস আক্তার চন্দনার প্রেম শুরু হয়েছিল বিয়ের আগে। দীর্ঘ বন্ধুত্বের পর ১৯৯১ সালের ৩১ জানুয়ারি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই সন্তান—মেয়ে ফাইরুজ সাফরা আইয়ুব ও ছেলে আহনাফ তাজওযার আইয়ুব।