 
                            প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২৫, ৩:৫০:২৬
রিয়া মনিকে তালাক দিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর আফতাবনগরের এম ব্লকে উপস্থিত হয়ে রিয়া মনিকে মৌখিক তালাক দেন তিনি।
তালাক দেওয়ার পর দুধ দিয়ে গোসল করেন হিরো আলম। তাকে দুধ দিয়ে গোসল করাতে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন কনটেন্ট ক্রিয়েটর নারী ভক্তরা।
দুধ দিয়ে গোসল করার পর হিরো আলম বলেন, রিয়া মনির গল্প শেষ। আজকের পর থেকে হিরো আলম ও রিয়া মনির গল্প আর হবে না।
হিরো আলম বলেন, আমার তিন সন্তানকে দেখাশোনার জন্য একজন মা খুঁজছি। আমি একা তাদের মানুষ করতে পারব না। আগে দুইটা বিবাহ করেছি। তারা সবাই আমাকে বিক্রি করে স্টার হতে এসেছিল। রিয়া মনিও মুখে বলেছে আমার সন্তানের মা হবে, কিন্তু হতে পারেনি। এ কারণে সংসারটা করা হলো না।
তিনি আরও বলেন, রিয়া মনি কথায় কথায় আমার নামে পরকীয়ার অভিযোগ তোলে। আসলে সেই ম্যাক্সের সঙ্গে পরকীয়ায় জড়িতে। আপনার সবাই এর প্রমাণ আগে পেয়েছেন। তাই সবার সামনে রিয়া মনিকে তিন তালাক দিলাম। আগামীকালের মধ্যে তালাকের সব আইনি কাগজ রিয়া মনির কাছে পাঠানো হবে। তিন মাসের মধ্যে সম্পর্ক শেষ হবে। কোনোদিন আর তার সঙ্গে আমাকে দেখবেন না, দেখলে আমাকে আপনারা জুতা পেটা করবেন।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই সম্পর্কের টানাপোড়নে ছিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ও তার তৃতীয় স্ত্রী রিয়া মনি।