 
                            প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২৫, ২:০৩:০১
ঢাকাই সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা রোজিনা। ঢালিউডের স্বর্ণালী সময়ে তিনি চুটিয়ে কাজ করেছেন। অভিনয় করেছেন অসংখ্য সফল সিনেমায়। রূপ-লাবণ্য আর অভিনয় দক্ষতায় দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। গ্রাম-বাংলার সাধারণ মানুষের কাছে তিনি প্রিয় নায়িকা। তবে ইদানীং তাকে আর নতুন কোনো চলচ্চিত্রে দেখা যাচ্ছে না। রোজিনা সবশেষে ২০২৩ সালে নিজের পরিচালিত প্রথম সিনেমা সিনেমা 'ফিরে দেখা'য় অভিনয় করেছিলেন ছিলেন।
নতুন কোনো সিনেমায় না থাকলেও রিয়েলিটি শো ‘মিস্টার অ্যান্ড মিস গ্লামার লুকস সিজন-৫’ বিচারক হয়ে পর্দায় ফিরেছেন এই অভিনেত্রী। ইতিমধ্যে রেজিষ্ট্রেশন শুরু হয়েছে এই রিয়েলিটি শোয়ের।
এ প্রসঙ্গে নাগরিক প্রতিদিন’কে রোজিনা বলেন, এর আগেও নানা অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেছি। তবে ‘মিস্টার অ্যান্ড মিস গ্লামার লুকস এই অনুষ্ঠানে প্রথম বিচারক হিসেবে কাজ করব। জার্নিটা ভালো হবে মনে হচ্ছে কারণ এই রিয়েলিটি শোয়ের নারী-পুরুষ উভয়ই প্রতিযোগী থাকবেন। আশা করছি, এখান থেকে প্রতিভাবান কিছু ছেলে ও মেয়ে বেরিয়ে আসবে। তারা ভবিষ্যতে ইন্ডাস্ট্রির জন্য ভালো কাজও উপহার দিতে পারবেন বলে বিশ্বাস রাখি।
বর্তমানে রোজিনাকে নিয়মিত অভিনয়ে দেখা না গেলেও তিনি নিয়মিত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অতিথি হিসেবে উপস্থিত হচ্ছেন।