 
                            প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২৫, ১:১১:৩৫
বর্তমান সময়ের দেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। তার গাওয়া একাধিক গান জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। বর্তমানের আলোচিত প্লেব্যাক কণ্ঠশিল্পী তিনি। শুধু সিনেমার প্লেব্যাকে নয়, নাটকের গান ও বিজ্ঞাপনের জিঙ্গেলে রয়েছেন শীর্ষে। বলাই যায়, কনা এই মূহুর্তে সংগীত জীবনের সেরা সময় পার করছেন।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই শিল্পী সবশেষ রায়হান রাফি পরিচালিত এবং শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমার জন্য ‘দুষ্টু কোকিল’ গেয়ে দেশজুড়ে খ্যাতি পেয়েছেন। ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক ও ইউটিউবে রীতিমতো ভাইরাল হয়েছিল। গানটি তাকে পুরস্কারও এনে দিয়েছে। এর মধ্যে আরেক সুখবর পেলেন এই গায়িকা।
তপু খান পরিচালক ওয়েব সিরিজ ‘এডমিশন টেস্ট’ -এর জন্য কনার গাওয়া ‘তুই আমার মন’ আইটেম সংটি ইউটিউবে ১০০ মিলিয়ন (১০ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। গানটি জনপ্রিয়তার পাশাপাশি কনার ক্যারিয়ারে যোগ করেছে নতুন রেকর্ড। সিনেমার গানের বাইরে প্রথমবার তার কণ্ঠে কোনো গান ১০ কোটি ভিউ পার হয়েছে।
২০১৭ সালে সিএমভি ইউটিউব চ্যানেলে অবমুক্ত এই গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন নাজির মাহমুদ। কণ্ঠ দিয়েছেন কনা এবং কলকাতার আকাশ সেন।
এ প্রসঙ্গে কনা বলেন, এই ভালো লাগাটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এটা এমন রেকর্ড, একজন শিল্পীর কাছে ভালো লাগারই কথা। শ্রোতারা আমার গান এরই মধ্যে ১০০ মিলিয়নের বেশি শুনেছেন, দেখেছেন। এটা একেবারেই ধারণার বাইরে। কীভাবে যেন হয়ে গেল! তবে এটা আমার পরের কাজের ব্যাপারে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে, দায়িত্বও বেড়েছে। সেই সঙ্গে ‘এডমিশন টেস্ট’ সিরিজটির পরিচালক তপু খান ভাই, প্রযোজনা সংস্থা সিএমভি’র কর্ণধার সাহেদ আলী পাপ্পু ভাই’সহ সকল শিল্পী ও কলাকুশলী সবার প্রতি আমার কৃতজ্ঞতা।
কনা আরও বলেন, যেসব চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, সংগীত পরিচালক, গীতিকার-সুরকার আমার ওপর ক্যারিয়ারের শুরু থেকেই আস্থা রেখেছেন, সুন্দর সুন্দর কাজের অংশ হওয়ার সুযোগ করে দিয়েছেন তাদের কাছেও কৃতজ্ঞ। আমিও সবার আস্থা ভালোবাসায় নিয়ে সামনের দিনগুলোতে আরও ভালো ভালো কাজ উপহার দিতে চাই দর্শক-স্রোতাদর। এ যাত্রায় আপনাদের সবার ভালোবাসা ও সমথর্নই আমার এগিয়ে যাওয়ার একমাত্র অনুপ্রেরণা।