দক্ষিণের জনপ্রিয় নায়ক ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের একসঙ্গে সময় কাটানোর ভিডিও ভাইরাল
প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৫, ১২:৪৭:৫১
দক্ষিণী সিনেমার বহুল প্রশংসিত অভিনেতা ধানুশ আর বলিউডের উদীয়মান নায়িকা ম্রুণাল ঠাকুর দুই ভুবনের এই তারকারা সম্প্রতি একই ফ্রেমে ধরা দিলেন। ঘটনাটা ঘটেছে মুম্বাইয়ের এক অভিজাত রুফটপ পার্টিতে, যেখানে সেলিব্রেটিদের আনাগোনা লেগেই ছিল। কিন্তু ক্যামেরা থেমে গেছে ধানুশ ও ম্রুণালের দিকে কারণ, তাঁদের প্রাণখোলা হাসি ও কথোপকথনে যেন লুকিয়ে ছিল এক বিশেষ রসায়ন। ভিডিওটি পোস্ট হওয়ার পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে আলোচনার ঝড়। কেউ বলছেন, “শুধুই বন্ধুত্ব!” আবার কারও মতে, “এখানেই শুরু প্রেমের গল্প।” টুইটার (বর্তমানে এক্স) থেকে ইনস্টাগ্রাম সবখানেই ভক্তদের মধ্যে চলছে ব্যাখ্যা-বিশ্লেষণ। প্রসঙ্গত, ধানুশের ব্যক্তিগত জীবন নিয়ে এর আগেও বহুবার শিরোনাম হয়েছে। হলিউডের “The Gray Man” ছবিতে অভিনয়ের পর তাঁর আন্তর্জাতিক জনপ্রিয়তা বেড়েছে বহুগুণে। অন্যদিকে, ম্রুণাল ঠাকুরও ‘সিতা রামম’ থেকে শুরু করে একাধিক হিট সিনেমায় অভিনয় করে বলিউড ও দক্ষিণী সিনেমার মিলনস্থলে নিজের অবস্থান পাকা করেছেন। চলচ্চিত্র বিশ্লেষক রুহানী রায় মনে করেন, "সেলিব্রেটিদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কৌতূহল সব সময়ই দর্শকের মধ্যে থাকে। তবে অনেক সময় এই জল্পনাই তাঁদের আসন্ন প্রজেক্টের জন্য বাড়তি আলোচনার জন্ম দেয়।" আন্তর্জাতিক বিনোদন দুনিয়ায় এ ঘটনা নতুন নয়। হলিউডে ব্র্যাড পিট–অ্যাঞ্জেলিনা জোলি বা বলিউডে রণবীর–দীপিকা তাঁদের সম্পর্কের গুঞ্জনও একসময় ছবির প্রচারণায় বড় ভূমিকা রেখেছে। ধানুশ-ম্রুণাল যুগলকেও ঘিরে এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না অনেকে।
তবে এখন পর্যন্ত ধানুশ বা ম্রুণাল কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি। তাঁদের নীরবতাই যেন আরও বাড়িয়ে দিচ্ছে রহস্যের আবরণ। ভক্তরা অপেক্ষায় পরের ফ্রেমে তাঁরা আবার একসঙ্গে ধরা দেন কি না।
“একসঙ্গে ধানুশ-ম্রুণাল মানেই পর্দায় chemistry, কিন্তু এবার কি বাস্তবেও সম্পর্কের নতুন গল্প শুরু?”
“ধানুশ-ম্রুণালের নতুন ভিডিও দেখেই জল্পনা ছড়ালো, বন্ধুত্ব না প্রেমের নতুন অধ্যায় কি শুরু হলো?”