সারা দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় অংশ নেয় ১৯ লাখ বেশি শিক্ষার্থী
প্রকাশিত : ১০ জুলাই ২০২৫, ১২:১৯:৪৭
ঢাকা, ১০ জুলাই ২০২৫ ঢাকা শিক্ষাবোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সব শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল জানতে পারবেন।
পরীক্ষার্থীরা অনলাইনে অথবা মোবাইলের মাধ্যমে সহজেই তাদের ফলাফল দেখতে পারবেন। এসএসসি পরীক্ষার ফলাফল পাওয়ার জন্য শিক্ষার্থীদের এসএমএস করতে হবে
এসএমএস ফরম্যাট:
SSC (স্পেস) বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (স্পেস) রোল নম্বর (স্পেস) বছর
এরপর এই মেসেজটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণস্বরূপ, ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে রোল নম্বর ১২৩৪৫৬ থাকলে লিখতে হবে
SSC Dha 123456 2025
এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
ফলে জানতে চাইলে অনলাইনে ভিজিট করতে হবে educationboardresults.gov.bd। সেখানে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখা যাবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের EIIN নম্বর ব্যবহার করে সম্পূর্ণ রেজাল্টশিট ডাউনলোড করতে পারবে। এ জন্য ভিজিট করতে হবে dhakaeducationboard.gov.bd।
২০২৫ সালের এসএসসি পরীক্ষা ১০ এপ্রিল থেকে শুরু হয়। এবারে মোট পরীক্ষার্থী ছিলেন ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন, যা গত বছর থেকে প্রায় এক লাখ কম।