বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাঠে খেলতে আসা কয়েকজন কিশোরকে কানধরে উঠবোস করানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা লাঠি হাতে কিশোরদের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তারা ভয়ভীতির মধ্যে নিজেরাই কানধরে উঠবোস করছেন।
ভিডিওটি গত ৬ জানুয়ারির বলে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্টে দাবি করা হচ্ছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।
এ দৃশ্য দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন—বিশ্ববিদ্যালয় এলাকায় এমন শাসনমূলক আচরণ করার অধিকার একজন ডাকসু সদস্যের আছে কি না।
ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, কিশোররা কোনো নিয়ম ভঙ্গ করে থাকলে তা দেখার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। সেখানে একজন ছাত্রনেতা লাঠি হাতে ভয়ভীতি দেখিয়ে শাস্তি দেওয়ার ভূমিকা নিতে পারেন না। অনেকেই একে ক্ষমতার অপব্যবহার হিসেবে উল্লেখ করেছেন।
এর আগেও সর্বমিত্র চাকমা এক বৃদ্ধের দিকে লাঠি হাতে তেড়ে যাওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়েছিলেন।