নিয়োগ দুর্নীতি ঘিরে ১৬ বছরের রেকর্ড চাইলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রকাশিত : ২৬ জুন ২০২৫, ২:৫২:২২
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০০৯ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত শিক্ষক নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে কোনও অনিয়ম হয়ে থাকলে, সে বিষয়ে লিখিত অভিযোগ চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই সময়টি মূলত আওয়ামী লীগ সরকারের শাসনকাল হিসেবে চিহ্নিত। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট গত ১৭ মার্চ ২০২৫ তারিখে একটি তদন্ত কমিটি গঠন করে এই সময়সীমার শিক্ষক নিয়োগ ও পদোন্নতির বৈধতা খতিয়ে দেখতে নির্দেশ দেয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপপরিচালক ফররুখ মাহমুদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যে কেউ চাইলে এই সংক্রান্ত অভিযোগ তথ্য-প্রমাণসহ লিখিতভাবে জমা দিতে পারবেন। অভিযোগপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৫ জুলাই ২০২৫।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযোগগুলো জমা দিতে হবে তদন্ত কমিটির সদস্য-সচিব ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বরাবর। বিজ্ঞপ্তিতে শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে, যাতে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়।
বিশ্লেষকদের মতে, ঢাবির মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে এমন উদ্যোগ একটি ইতিবাচক পদক্ষেপ। এর মাধ্যমে গত ১৬ বছরে শিক্ষক নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি বা অনিয়মের অভিযোগ থাকলে সেগুলোর সুষ্ঠু তদন্তের সুযোগ তৈরি হবে।