 
                            প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৫, ৭:৪৩:২২
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নির্বাচিত প্রতিনিধিদের হিজাব নিয়ে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ. আল মামুনের মন্তব্যের প্রতিবাদে ‘ইসলামি লেবাসে’ ক্লাস নিয়েছেন আরবি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান। আজ মঙ্গলবার সকালে পবিত্র কোরআন শরিফ বুকে নিয়ে ইসলামি লেবাসে ক্লাস করান তিনি।
এর আগে অধ্যাপক আ. আল মামুন ফেসবুকে রাকসু ও হল সংসদের নারীদের শপথ গ্রহণের ছবি দিয়ে লেখেন, ‘এই ব্যক্তিগত স্বাধীনতা আমি এনডোর্স করছি। কাল আমি এরকম ব্যক্তিগত স্বাধীনতা পরে ও হাতে নিয়ে ক্লাসে যাব। পরবো টু-কোয়ার্টার, আর হাতে থাকবে মদের বোতল। মদ তো ড্রাগ না! মদ পান করার লাইসেন্সও আমার আছে! শিবির আইসেন, সাংবাদিকরাও আইসেন!’
ফেসবুকে এমন মন্তব্যের পরই সমালোচনার মুখে পড়েন তিনি। এরপরই দুঃখপ্রকাশ করেন অধ্যাপক মামুন।
ইসলামি লেবাসে ক্লাস নেওয়া প্রসঙ্গে ড. মো. মনিরুজ্জামান বলেন, ‘যে ধর্ম পালন করুক সে তার ধর্মের পোশাকের বিষয়ে স্বাধীন। তিনি যদি হিন্দু হন তাহলে তিনি ধুতি পরে ক্লাসে যাবেন, এ ব্যাপারে আমার কোনো ঘৃণা বা বিদ্বেষ থাকবে না। আমি একজন মুসলমান হিসেবে ইসলামিক বিধান অনুযায়ী আমার পোশাক, ধর্মগ্রন্থ নিয়ে ক্লাসে যাব—এমন স্বাধীনতা প্রতিটা মানুষের আছে।’
ড. মনিরুজ্জামান আরও বলেন, ‘শুধু বাংলাদেশ কেন বিশ্বের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শিক্ষক মদ নিয়ে ক্লাসে যাবেন এটার অনুমোদন দেয় না। আমি সেই শিক্ষকের দৃষ্টিভঙ্গির প্রতিবাদ করছি। তাই আমি নিজে আমার ইসলামিক পোশাক এবং ধর্মগ্রন্থ আল-কোরআন নিয়ে ক্লাস নিতে এসেছি।’