 
                            প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৫, ৫:৩৩:৫০
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জিম্মি করে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় সিটি ইউনিভার্সিটিকে ক্ষতিপূরণ দিতে হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
উপাচার্য বলেন, ‘শুধু গাড়ি পোড়ানো বা ভাঙচুর নয়, আমাদের শিক্ষার্থীদের জিম্মি করে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। এ জন্য সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের ক্ষতিপূরণ দেওয়া উচিত।’
তিনি আরও জানান, বর্তমানে ড্যাফোডিলের ৬ শিক্ষার্থী আইসিইউতে চিকিৎসাধীন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশাপ্রকাশ করেন তিনি।
ড. এম আর কবির আরও জানান, এরইমধ্যে এ ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেবে বলেও জানান তিনি।
গত রোববার (২৬ অক্টোবর) রাতে সিটি ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী আহত হন।