প্রিমিয়ার ব্যাংক নিশ্চিত করছে আন্তর্জাতিক মানসম্পন্ন সাইবার নিরাপদ ডিজিটাল ও কার্ড সেবা
 
                            প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৫, ৮:২৯:২৭
প্রিমিয়ার ব্যাংক সর্বাধুনিক আইটি নিরাপত্তা ব্যবস্থা ও আন্তর্জাতিক মানসম্পন্ন সাইবার সিকিউরিটি অবকাঠামোর মাধ্যমে গ্রাহকদের জন্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন ভিসা, মাস্টারকার্ড ও ডিজিটাল ব্যাংকিং সেবা নিশ্চিত করছে।
ব্যাংকের আইটি সিকিউরিটি ব্যবস্থায় রয়েছে মাল্টি-লেয়ার অথেনটিকেশন সিস্টেম, যা অনলাইন লেনদেনকে OTP-এর মাধ্যমে সুরক্ষিত করে। এছাড়া রয়েছে ২৪/৭ মনিটরিং ব্যবস্থা, ডিজাস্টার রিকভারি সিস্টেম এবং EMV চিপ-সমৃদ্ধ কার্ড সিস্টেম, যা গ্রাহকদের কার্ড লেনদেনকে আরও নিরাপদ করেছে। ব্যাংকের আইটি সিকিউরিটি ব্যবস্থায় মাল্টি-লেয়ার অথেনটিকেশন থাকায় অনলাইন ট্রানজেকশন সংক্রান্ত দুর্ঘটনা ও অবাঞ্ছিত টাকা উত্তোলন প্রতিরোধ করা সম্ভব।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি মানদণ্ড মেনে প্রিমিয়ার ব্যাংক নিয়মিত সিস্টেম আপডেট ও অডিট কার্যক্রম পরিচালনা করছে। ব্যাংকটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ISO 27001:2022 সার্টিফিকেশন অর্জন করেছে।
প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর বলেন, “গ্রাহকের আস্থা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রতিটি লেনদেন ও ডেটা সুরক্ষাকে শক্তিশালী করেছি, যাতে গ্রাহকরা নিশ্চিন্তে ডিজিটাল ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারেন।”