 
                            প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৫, ৪:২১:১০
ঢাকার মার্কিন দূতাবাসে সম্ভাব্য আত্মঘাতী হামলার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দূতাবাস ও এর আশপাশে নিরাপত্তা ব্যবস্থা ফের জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে আবারও পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট সদস্যদের মোতায়েন করা হয়েছে। সংবাদমাধ্যম বাংলা আউটলুক আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, আত্মঘাতী হামলার হুমকি সংক্রান্ত তথ্য পাওয়ার পরই সোয়াট মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরেক কর্মকর্তা জানান, গুলশান থানার পুলিশ, ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ইউনিট ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের কর্মকর্তারা মার্কিন দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।
এর আগে, গত ১৩ অক্টোবর রাতে মার্কিন দূতাবাসের অনুরোধে বারিধারার কূটনৈতিক এলাকায় অস্থায়ীভাবে সোয়াট মোতায়েন করা হয়েছিল। তখন আল-কায়েদা সমর্থিত তিন উগ্রপন্থির নাম ও তথ্য আসে।
চলতি মাসের মাঝামাঝি পুলিশের এক গোয়েন্দা সূত্র জানিয়েছে, সন্দেহভাজন ওই তিন ব্যক্তির ছবি তাদের হাতে এসেছে। পরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) থেকে ডিএমপি কমিশনারকে একটি গোপন চিঠির মাধ্যমে কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদারের সুপারিশ করা হয়। চিঠিতে দূতাবাসে হামলার আশঙ্কার কথা উল্লেখ করে সম্ভাব্য হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়।
সোয়াট দল বিশেষভাবে প্রশিক্ষিত সন্ত্রাসবিরোধী ইউনিট।
হুমকি বিষয়ে জানতে চাইলে কূটনৈতিক নিরাপত্তা বিভাগের উপকমিশনার নূরে আলম তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি।
অন্যদিকে, মার্কিন দূতাবাসের পক্ষ থেকেও নিরাপত্তা পরিস্থিতি বা সোয়াট মোতায়েন নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।