রাজনীতির নির্দিষ্ট শর্ত হিসেবে নাহিদ ইসলাম দাবি করেছেন, আসন্ন নির্বাচনের পূর্বে বিচার ব্যবস্থা ও প্রশাসনে দরকার মৌলিক সংস্কার।
প্রকাশিত : ০৫ জুলাই ২০২৫, ১:৪৪:৫৩
নাহিদ ইসলামের অভিযোগ, যারা গণহত্যা করেছে তাদের বিচার হবে, বিশেষ করে শেখ হাসিনা ও আওয়ামী লীগ, পুলিশ যারা গুলি চালিয়ে শহীদদের হত্যা করেছে, তাদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে। তিনি বলেন, “বিচার ও সংস্কারের পরেই নির্বাচন হবে। বিচার শুরু করতে হবে এবং তা দৃশ্যমান হতে হবে। যেকোনো সরকার আসুক, এই বিচারে বাধা দিতে পারবে না।”
শনিবার বগুড়ায় পর্যটন মোটেলে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময়ে নাহিদ ইসলাম আরও বলেন, “আপনাদের ক্ষতি কখনো পূরণ হবে না, কারণ আপনারা দেশের জন্য শহীদ হয়েছেন। স্বৈরশাসকদের পতন অচিরেই ঘটে, এবারও সেই পতন হয়েছে। আমরা চাই একটি স্বাধীন দেশ যেখানে স্বৈরাচার থাকবে না, সেটার জন্য সংগ্রাম চালিয়ে যাব।”
তিনি শহীদ পরিবারের প্রতি সমর্থন জানিয়ে ক্ষমাও চেয়েছেন, “গত এক বছর আমরা হয়তো আপনাদের প্রতি দায়বদ্ধ থাকতে পারিনি, এজন্য দুঃখিত। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের সম্পর্ক আজীবনের এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব পাশে থাকার।”
নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্রে শহীদ পরিবারের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। তিনি বলেন, “যে সরকারই ক্ষমতায় আসুক, শহীদ পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে হবে। আমরা এই দাবিতে সারা দেশে পদযাত্রা করব এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন।”