বিকল্প রাজনীতির দাবি ও গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক নিয়ে শাহবাগ থেকে প্রেস ক্লাব পর্যন্ত পদযাত্রা
প্রকাশিত : ০১ জুলাই ২০২৫, ৩:৪৬:২৮
ঢাকা, ১ জুলাই
জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম এবং ভারতীয় প্রক্সি হিসেবে অভিযুক্ত সরকারের বিচার দাবিতে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ শীর্ষক পদযাত্রা করেছে জুলাই ঐক্য নামের একটি সংগঠন।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে শাহবাগ পর্যন্ত গমন করে। এতে অংশগ্রহণকারী নেতারা সরকারের প্রতি জুলাই সনদ অবিলম্বে প্রকাশের আহ্বান জানান।
সংগঠনের অন্যতম সংগঠক এবি জুবায়ের বলেন, “১১ মাসেও সরকার জুলাই সনদ প্রকাশ করেনি। একক কোনও রাজনৈতিক দলের এ সনদ প্রকাশের অধিকার নেই। এটি রাষ্ট্রীয় দলিল হিসেবে সরকারের মাধ্যমেই প্রকাশ করতে হবে। সরকার যদি ব্যর্থ হয়, তবে নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। না হলে ছাত্রজনতা রাস্তায় নেমে তা আদায় করবে।” আরেক সংগঠক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, “জুলাই যোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। ঘোষণাপত্র প্রকাশ না হলে ভবিষ্যতে এই আন্দোলনকে সন্ত্রাসী তকমা দেওয়ার সুযোগ তৈরি হবে। সেজন্য অবিলম্বে ঘোষণা দিতে হবে।”
এনবিআর থেকে শুরু করে দেশের বিভিন্ন খাতে বিশৃঙ্খলা ও ফ্যাসিবাদী চক্রের দখলের অভিযোগ তুলে সংগঠক ইসরাফিল ফরাজী বলেন, “তথ্যমন্ত্রণালয়ে ছাত্র উপদেষ্টা থাকা সত্ত্বেও গণমাধ্যমে কোনো সংস্কার হয়নি। ৩২ জন সাংবাদিকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ রয়েছে, কিন্তু সরকার কোনও পদক্ষেপ নেয়নি।”
তিনি বলেন, “দায়মুক্তি না দিলে প্রতিটি সেক্টর থেকে ফ্যাসিবাদ নির্মূল করা হবে। ছাত্রজনতাই হবে নেতৃত্বে।” পদযাত্রায় আরও অংশগ্রহণ করেন সংগঠনের নেতৃবৃন্দ প্লাবন তারিক, বুরহান মাহমুদ, মোস্তফা প্রমুখ।