রাত ৯টা থেকে সব বাস বন্ধ, একতা ট্রান্সপোর্ট চালু; যাত্রীদের ভোগান্তি
প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪২:৪৩
রাজশাহী থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে গেছে। চালক, সুপারভাইজার ও সহকারীদের বেতন বৃদ্ধির দাবিতে রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে শ্রমিকরা এ সিদ্ধান্ত নেন। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে রাজশাহী-ঢাকা রুটে চালক ও স্টাফদের বেতন কম। ন্যাশনাল ট্রাভেলসের চালকরা প্রতিটি ট্রিপে ১১০০ টাকা, সুপারভাইজাররা ৫০০ টাকা এবং সহকারীরা ৪০০ টাকা পান। দেশ ট্রাভেলস চালকদের বেতন ১২০০ টাকা। শ্রমিকদের দাবি, প্রতিটি ট্রিপে চালকের বেতন ২ হাজার টাকা করা হোক।
ন্যাশনাল ট্রাভেলসের চালক আলী হোসেন বলেন,
১০ বছর ধরে একই বেতন পাচ্ছি। আগেও মালিকপক্ষ আশ্বাস দিয়েছিল, কিন্তু তা রক্ষা করা হয়নি। এবার না বাড়ালে বাস চলবে না।
তবে একতা ট্রান্সপোর্ট স্বাভাবিকভাবে চলছে। তাদের ব্যবস্থাপক শরিফুল ইসলাম সুমন জানান, “আমাদের প্রতিষ্ঠান অন্যদের তুলনায় বেশি বেতন দেয়। চালকদের ১৮০০ টাকা, সুপারভাইজারদের ৮০০ টাকা ও সহকারীদের ৭০০ টাকা দেওয়া হয়। শ্রমিকরাও তাই আমাদের চলাচলে আপত্তি করেননি।”
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, “শ্রমিকরা যৌক্তিক দাবি তুলেছেন। মালিকরা সামান্য বাড়াতে রাজি হলেও শ্রমিকরা তা মানছেন না। শিগগিরই মালিকদের সঙ্গে আবার বসা হবে।
এদিকে রাজশাহী পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালের বক্তব্য পাওয়া যায়নি।